রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

আফগান-তালেবানদের সংঘর্ষ, বৃহৎ অঞ্চল দখলে নিলো তালেবান সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর: আফগানিস্তানের বৃহৎ অঞ্চল দখলে নিলো তালেবান সেনারা। গত ২৪ ঘন্টায় জাতীয় সেনা ও নিরাপত্তাবাহীনির বিভিন্ন কেন্দ্রে ও ঘাটিতে অন্তত ১০০ হামলা করেছে তারা। গতকাল বুধবার (৫ মে) আলকুদস জানায়, তালেবান সেনারা উত্তর আফগানিস্তানের ‘বাগলান’ প্রদেশের একটি অঞ্চল দখল করেছে।

প্রাদেশিক কাউন্সিলের একজন সদস্য বলেন, মঙ্গলবার সন্ধ্যা হতে সুরক্ষা বাহিনী ও তালেবানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তালেবানরা ‘বোরকা’ জেলা দখল করে নেয়। তিনি আরও বলেন, তালেবানরা কেন্দ্রটি দখলের বেশ কয়েক বছর আগেও এই প্রদেশের বৃহদাকার অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ ছিলো।

এদিকে, পুলিশ মুখপাত্র জাভেদ বাশরাত বলেন, সুরক্ষা বাহিনী অঞ্চল থেকে ‘কৌশলগতভাবে’ সরে এসেছিল, তবে অঞ্চলটি পুনরায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

তালেবানরা এই অঞ্চল দখল করার পর আফগান সেনাদের থেকে প্রচুর পরিমাণ গোলাবারুদ ও যুদ্ধ সরঞ্জাম জব্দ করেছে। একই প্রদেশের অন্য একটি অঞ্চলে আফগান সেনা ঘাঁটিতে হামলায় অন্তত নয়জন সৈন্যকে নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ১ মে আফগানিস্তান থেকে আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর প্রাদেশিক রাজধানী, আঞ্চলিক কেন্দ্র ও বিভিন্ন সুরক্ষা ঘাঁটিতে তারা আক্রমণ তীব্র করেছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, বিদেশী সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে হেলমান্দ, গজনী, ও জাবুল প্রদেশের রাজধানীগুলিতে আফগান বাহিনী এবং তালেবান সেনাদের মাঝে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। সূত্র: আলকুদস ও আল জারিদাহ ডটকম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ