আওয়ার ইসলাম: করোনার টিকা নিয়ে বিএনপি নেতারা শুরু থেকে বিভ্রান্তি ছড়িয়ে আসছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সেই অপচেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন তারা।
বুধবার (২৮ এপ্রিল) ঢাকার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সরকার জোর করে ক্ষমতা ধরে রাখতে বিকারগ্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব। এর জাবাবে বিকারগ্রস্ত হয়ে পড়ায় বিএনপি নেতারা উল্টাপাল্টা কথাবার্তা বলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা হাছান মুহমুদ।
করোনার টিকা আসতে ৬ মাস লাগবে বলে মির্জা ফখরুলের করা দাবির জবাবে ‘আগামী মাসেই টিকা আসছে’ বলে জানান তথ্যমন্ত্রী। এ সময় সরকার দক্ষতার সাথে করোনা মোকাবেলা এবং মানুষের জীবিকা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
-এএ