আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, সেখানে তার সিটি স্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
রিপোর্ট হাতে পাওয়ার পর দুই-একদিনের মধ্যে খালেদা জিয়াকে বাসায় নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী।
করোনা আক্রন্ত হওয়ার পর নিজ বাসায় আইসলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন খালেদা জিয়া। প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে শারিরীক অবস্থার উন্নতি হয়েছে অনেক। এখন নেই করোনা ভাইরাসের লক্ষণগুলো। তবে, শারীরিক অবস্থা পুরোপুরি জানতে, দরকার বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। সেজন্যই অপাতত থাকতে হচ্ছে হাসপাতালে। অবস্থা অবনতি না হওয়ায় চিকিৎসা শেষে দ্রুত বাসায় নেয়ার আশাবাদ চিকিৎসকদের।
এর আগে গতকাল অধিকতর চিকিৎসার জন্য করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।স্বাস্থ্য পরীক্ষা জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে বসুন্ধরার ওই হাসপাতালে নেয়া হয়েছিল। কিছু পরীক্ষা করার পর রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরআগে সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে রাত সাড়ে ৯টার সময় তার গুলশানের বাসবভন থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতালে বিএনপি চেয়ারপার্সনের সাথে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন এই নেতা।
গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রন্ত হন খালেদা জিয়া। এর ১৫ দিন পর আবারও করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ হন তিনি। দ্বিতীয় টেস্টেও বিএনপি চেয়ারপারসনের ফল পজিটিভ এলেও তখন তার শারিরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিল তার ব্যক্তিগত চিকিৎসক। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, কোভিড জনিত কোন জটিলতা না থাকায় আগামী কয়েক দিনের মধ্যে খালেদা জিয়ার করোনা নেগেটিভ আসবে।
-এটি