মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

বিএসএমএমইউতে করোনা রোগীদের অক্সিজেন সঙ্কট হবে না: উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মুহা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সঙ্কট হবে না। লিকুইড অক্সিজেন পাঁচ হাজার লিটার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার লিটারে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) কেবিন ব্লক ও সি ব্লকের মাঝে স্থাপিত লিকুইড অক্সিজেন ট্যাংক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আলাদাভাবে আরও একটি ভ্যাকুয়াম ইনসুলেটেড ইভাপোরেটর বা লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন করা হবে। ভারতের ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য কমপক্ষে দুই সপ্তাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত সময়োপযোগী। ভারত থেকে যারা দেশে আসেন, তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

এদিকে আজ উপাচার্য অধ্যাপক ডা. মুহা. শারফুদ্দিন আহমেদ তার কার্যালয়ে প্রশাসনিক সভা, পরিচালক (অর্থ ও হিসাব) অফিস, শিশু নিউরোলজি ও কার্ডিয়াক সার্জারির বিভাগের সঙ্গে আলাদাভাবে ৪টি সভায় অংশগ্রহণ করেন। তিনি কমিউনিটি অফথালমোলজি বিভাগে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ