মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


করোনা থেকে দ্রুত উত্তরণে উন্নত বিশ্বকে এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ মহামারি থেকে দ্রুত উত্তরণে উন্নত বিশ্ব, উন্নয়ন অংশীদার এবং আইএফআইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়দের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৭৭তম বার্ষিক অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি অনেক মানুষকে দরিদ্র করে তুলেছে। বাংলাদেশে সামাজিক সুরক্ষা বিস্তৃতি, চাকরি ধরে রাখা এবং অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য প্রায় ১ হাজার ৪৬০ কোটি টাকা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

আঞ্চলিক সহযোগিতা ভাগাভাগি করে সমৃদ্ধির লক্ষ্যে সার্ক, বিমসটেক, বিবিআইএন, বিসিআইএম-ইসি এবং ত্রিপক্ষীয় উদ্যোগের যুক্ত রয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও কার্যকর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃষ্টি দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ