বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে দশ টাকা নোটের ঐতিহ্যবাহী সেই আতিয়া জামে মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায় মসজিদটির অবস্থান। দশ টাকার নোটে যে ঐতিহাসিক মসজিদের ছবি ব্যবহার করা হয়েছে সেটার নাম আতিয়া জামে মসজিদটি। এই মসজিদ সবার কাছে কম-বেশি পরিচিতি। তবে মসজিদটি আজ অবহেলায় ও অযত্নে ধ্বংস হচ্ছে। ফলে এলাকাবাসী দ্রুত এই মসজিদটি সংস্করের দাবি জানিয়েছেন।

জানা গেছে, আতিয়া জামে মসজিদটি ১৬০৮ সালে আতিয়া এলাকার শাসনকর্তা সাঈদ খান পন্নী নির্মাণ করেন। মসজিদটির দৈষ্য ১৮.২৯ এবং প্রস্থ ১২.১৯ মিটার। এই মসজিদটি ১৮৩৭ সালে রওশন খাতুন চৌধুরানী এবং ১৯০৯ সালে আবুল আহমেদ খান গজনবী সংস্কার করেন। বাংলাদেশে এসব পুরোনো মসজিদগুলো আমাদের ঐতিহ্য ও ইতিহাস। টাঙ্গাইল জেলায় প্রত্নতাত্ত্বিক নির্দশনের মধ্যে অন্যতম হচ্ছে আতিয়া জামে মসজিদ। বাংলাদেশ সরকার মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করে।

আতিয়া জামে মসজিদের মোয়াজ্জেন গণমাধ্যমকে বলেন, ‘আমি দীর্ষদিন এই মসজিদে আছি। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। সরকার মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেছে বিধায় এই মসজিদটি ব্যাক্তি উদ্যেগে উন্নয়নের কাজ করা সম্ভব হয় না।’

স্থানীয়দের মধ্যে একজন জানান ‘আমাদের আতিয়া এলাকার ঐতিহ্য ও ইতিহাসে স্থান পাওয়া এই মসজিদটি দশ টাকার নোটে দেখা যেত। কিন্তু এখন আর দেখা যায় না। তাই আমাদের দাবি আবার দশ টাকা অথবা একশত টাকার নোটে এই মসজিদের ছবি ব্যবহার করা হোক।’

এবিষয় আতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক বলেন, ‘টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় আতিয়া গ্রামে চারশত বছরের পুরোনো ঐতিহ্য জামে মসজিদটি অবস্থিত। টাঙ্গাইল সদর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। মসজিদটি বর্তমানে চুনকামের অভাব, অবহেলা, অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে। আমি স্থানীয় সংসদ সদস্যর কাছে বিষয়টি উপস্থাপন করবো।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ