মুফতী সুহাইল আবদুল কাইয়ূম।।
যদি একাধিক রমজানের রোজা কাযা হয়ে যায় তাহলে কাযা আদায় করার সময় কোন রমজানের রোজার কাযা আদায় করছে এটা নির্দিষ্ট করা জরুরী। তবে যদি কাযা রোজার সংখ্যা অনেক বেশি হয় এবং তা নির্দিষ্ট করা কঠিন হয় তাহলে -জীবনের সর্বপ্রথম কাযা রোজা রাখলাম- এভাবেও নিয়ত করতে পারবে।
-আল আশবাহ ওয়ান নাযায়ির : ১/১১৫
নিয়ত কখন করলে ধর্তব্য হবে?
নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের রাতের শুরু অর্থাৎ সূর্যাস্ত থেকে। যেমন সোমবারের রোযার নিয়ত রোববারের সূর্যাস্তের পর করা যাবে। এর আগে নিয়ত করলে রোযা সহীহ হবে না।
-রদ্দুল মুহতার : ৩/৩৪১।
কোন কোন রোজার নিয়ত রাতে করতে হয়?
১. রমজানের কাযা রোজো।
২. অনির্দিষ্ট মান্নতের রোজা।
৩. বিভিন্ন কাফফারার রোজা
৪. যেই নফল রোজা শুরু করে ভেঙ্গে ফেলা হয়েছে।
এসব রোযার নিয়তরাতে করা আবশ্যক; সুবহে সাদিকের পর করলে তা গ্রহণযোগ্য হবে না।
লেখক: শিক্ষাসচিব ও নায়েবে মুফতী জামিআ ইসলামিয়া ঢাকা।
এনটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        