আওয়ার ইসলাম: মাওলানা জুবায়ের আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতে মাওলানা জুবায়েরকে হাজির করে পুলিশ।
২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর লালবাগের বাসা থেকে গ্রেফতার করা হয় মাওলানা জুবায়েরকে।
মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়াও তিনি মুফতি আমিনীর জামাতা।
-এএ