আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান।
শনিবার দুপুরে এই বিএনপি নেতার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।
আমানউল্লাহ আমান করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, আমানউল্লাহ আমানের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন বলে জানান প্রিন্স।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।
-এএ