সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

মাত্র ৭৬ দিনে বুখারি শরিফ মুখস্ত করে রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

মাত্র ৭৬ দিনে বুখারি শরিফ মুখস্ত করে রেকর্ড গড়েছেন রাজধানীর পূর্বাচলের মারকাযুস সুনান মাদরাসার হিফজুল হাদিস বিভাগের শিক্ষার্থী মাওলানা মাহবুবুর রহমান (২১)। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদরাসার প্রতিষ্ঠাতা, পরিচালক মুফতি শফিকুল ইসলাম।

মাত্র ২ মাস ১৬ দিনে বুখারি শরিফ হিফজকারী এ শিক্ষার্থীকে গত ২৭ মার্চ সংবর্ধনা ও ইসলামি সম্মেলন অনুষ্ঠানে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়েছে।

৭৬ দিনে বুখারি শরিফ হিফজকারী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলহাজ্ব নজরুল ইসলাম রাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও স্কলার শায়খ আহমদুল্লাহ, মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী), মাদরাসার মুতাওয়াল্লী আলহাজ্ব জহির উদ্দীন, শায়খ আব্দুল মালেক আল মাদানী, মুফতী হেদায়েতুল্লাহ, ইঞ্জিনিয়ার আহসান আব্দুর রব প্রমুখ।

অনুষ্ঠানে শায়খ আহমদুল্লাহ বলেন, কুরআন শরিফ হিফজের থেকেও হাদিস হিফজ করা বেশ কষ্টসাধ্য কাজ। এই কষ্টসাধ্য কাজে নিজের স্বাক্ষর রাখায় শিক্ষার্থী মাওলানা মাহবুবুর রহমানের প্রতি বিশেষ শুভ কামনা জানাচ্ছি। শায়খ আহমদুল্লাহ নিজেই বুখারি শরিফের নির্বাচিত বিভিন্ন অংশ থেকে হাদিস শোনে পরীক্ষা নেন সেই শিক্ষার্থীর।

প্রসঙ্গত, বাংলাদেশে তাখাসসুস ফিল হাদিস বিভাগের বাইরে এই প্রথম হিফজুল হাদিস বিভাগ চালু করা হয়েছে রাজধানীর পূর্বাচলের মারকাযুস সুনান মাদরাসায়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি শফিকুল ইসলামের মতে, উলুৃমুল হাদিস পড়তে চায় এমন শিক্ষার্থীদের জন্য প্রথমে হিফজুল হাদিস বিভাগটি বেশ ফলপ্রসূ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ