বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

গ্রেপ্তারকৃত সকল ওলামায়ে কেরামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী এবং মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি এবং পার্টির মহা সচিব আল্লামা মুসা বিন ইজহার এক বিবৃতিতে এ দাবী জানান।

নেতৃদ্বয় আরো বলেন, সরকার যেভাবে হেফাজতে ইসলামকে দমন করার জন্য মাঠে নেমেছে তা নীতিনৈকিকতা, রাজনৈতিক ও রাষ্ট্রীয় শিষ্টাচারের সকলসীমা লংঘন করেছে। এই ফ্যাচিবালি অশুভ ততপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় এর পরিণাম সরকারের জন্য শুভ হবেনা।

নেতৃদ্বয় আরো বলেন, বিগত আন্দোলনে জনাতার উপর নির্বচারে গুলি চালিয়ে ও সন্ত্রাসী হামলা করে হতাহতের সাথে জড়িত চিহ্নিত শ্রেণি ও হেলমেট বাহিনীর বিচার না করে দেশপ্রেমিক জনগোষ্ঠীকে হয়রানি করে যাচ্ছে।

নেতৃদ্বয় এযাবৎ গ্রেফতারকৃত সকল ওলামায়ে কেরাম ও মাদ্রাসা গুলোতে হয়রানিমূলক ততপরতা বন্ধ করার জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ