আওয়ার ইসলাম: মুফতীয়ে আযম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহ. এর দৌহিত্র, মেখল মাদরাসার মহাপরিচালক, নূরানী তালীমূল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের কার্যকরী সভাপতি, হাটহাজারী মাদরাসার মজলিসে শূরার অন্যতম সদস্য আল্লামা নোমান ফয়জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, নূরানী তালীমূল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের চেয়ারম্যান, হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আমীরে হেফাজত বলেন, হযরত মাওলানা নোমান ফয়জী রহ. আমার অত্যন্ত মুহাব্বতের মানুষ ছিলেন। তার সাথে ছিলো আমার হৃদয়ের সম্পর্ক। তিনি দেশের সর্বজন শ্রদ্ধেয় ও শীর্ষ একজন আলেম,মুরুব্বি ছিলেন৷ তার ইন্তেকালে বাংলার ইলমাকাশের একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে ৷ চট্টগ্রামবাসী হারিয়েছে একজন নিবেদিতপ্রাণ মুখলিছ আলেমে দ্বীনকে৷ হযরত মাওলানা নোমান ফয়জী রহ. এর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।
আমীরে হেফাজত বলেন, হযরত মাওলানা নোমান ফয়জী রহ. তার নানা মুফতীয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ. এর যোগ্য উত্তসূরী ছিলেন। তার ইন্তেকালে ইসলামি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কভু পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।হযরত মাওলানা নোমান ফয়জী রহ. দীর্ঘ ১৭ বছর অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে মেখল মাদরাসার মোহতামীমের গুরু দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। দরসে নেজামীর অন্তর্ভুক্ত বহু কিতাবের শরাহ (ব্যখ্যা) তিনি লিখেছেন।
মরহুম রহ. তার বর্ণাঢ্য জীবনীতে দ্বীন ও ইসলামের বহুমুখী খেদমত করে গেছেন। সৎ ও যোগ্য তিন সন্তান, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা ফয়েজ ও মেখলের সিনিয়র শিক্ষক মুফতী মাহমুদ হাসান ফয়জী পিতার পদাঙ্ক অনুসরণ করে দরস তাদরীসসহ দ্বীনের নানা খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন ।
উম্মাহর এই ক্লান্তিলগ্নে হযরত মাওলানা নোমান ফয়জী রহ. এর মতো হক ও ন্যায় নীতির উপর অটল-অবিচল, নিষ্ঠাবান আলেম আমাদের জন্য খুবি প্রয়োজন ছিলো। কিন্তু আল্লাহ তায়া’লার হুকুমে আজ আমাদেরকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তার সকল দ্বীনি খেদমতকে কবুল করুন, তার রেখে যাওয়া আমানত মেখল মাদরাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন এবং তার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।
-এএ