আওয়ার ইসলাম: চট্টগ্রাম হাটহাজারী মেখল মাদরাসার পরিচালক ও হাটহাজারী মাদরাসার মজলিসে শূরার অন্যতম সদস্য মাওলানা নোমান ফয়জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশের আমীর মুফতি শামীম আল-আরকাম ও মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী।
আল্লামা নোমান ফয়জীর ইন্তেকালের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শানে সাহাবার আমীর মুফতি শামীম আল-আরকাম ও মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, মরহুম আল্লামা নোমান ফয়জী রহ. এর ইন্তেকালে জাতি এক দরদী রাহবারকে হারালো, তার ইন্তেকাল মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি সাধিত হল। তিনি ছিলেন দেশ-জাতি, ও মিল্লাতে ইসলামিয়ার অবিভাবক এবং মাদারিসে কাওমিয়ার জন্য অমূল্য এক সম্পদ।
শোক বার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, আল্লামা নোমান ফয়জী রহ. অত্যন্ত সহজ-সরল ও খোদাভীরু মানুষ ছিলেন। তিনি অমৃত্যু দ্বীন- ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। ৷ তার ইন্তেকালের দেশবাসী একজন প্রজ্ঞাবান নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে হারালো, যা সহজে পূরণ হবার নয়। আমরা মহান আল্লাহ তা'য়ালার দরবারে দোয়াকরি তিনি যেন দ্বীন দরদি এ মহান আলেমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।
-এএ