সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

করোনার টিকা নিয়েছে ৪৮ লাখের বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে করোনা ভাইরাসের টিকা নেয়া মানুষের সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে; আর নিবন্ধন করেছেন প্রায় ৬২ লাখ নাগরিক।

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস-এমআইএস রোববার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার একদিনে ৮০ হাজার ২২২ জন টিকা নিয়েছেন। আর এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। নিবন্ধন করেছেন ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন।

এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ৯০৬ জনের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কী ধরনের উপসর্গ তাদের দেখা দিয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়।

পরদিন ঢাকার পাঁচটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে এ টিকা দেয়া হয়। সেখানে কোনো জটিলতা দেখা না দেওয়ায় ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশে গণ টিকাদান।

করোনা ভাইরাসের টিকাদানের যে জাতীয় পরিকল্পনা সরকার করেছে, তাতে সারা দেশের ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার ঢাকা মহানগরে ৪৭টি হাসপাতাল ও কেন্দ্রে মোট ১০ হাজার ৪ জন টিকা নিয়েছেন। সবচেয়ে বেশি ৯১০ জন টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২০ হাজার ৯৯৫ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ৫ হাজার ৪৩৭ জন, চট্টগ্রামে ১৪ হাজার ৪৪ জন, রাজশাহীতে ১০ হাজার ৯৮৬ জন, রংপুরে ১২ হাজার ১১ জন, খুলনায় ৯ হাজার ৭২২ জন, বরিশালে ৪ হাজার ৮৮ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ৯৩৯ জন টিকা নিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ