মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আল আকসার খতীব গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর: ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের খতীব ‘শায়খ ইকরামা সাবরিকে’ গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি সেনারা। আজ (বুধবার ১০ মার্চ) সকালে তাকে গ্রেফতার করে। খবর আলকুদস।

পত্রিকার বিবৃতিমতে অধিকৃত জেরুজালেমের আল সুওয়ানা পাড়ায় বাইতুল মুকাদ্দাসের খতীব শায়খ ইকরামা সাবরির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সেনারা।

স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে দখলদার বাহিনী শেখ সাবরির বাড়িতে হামলা করে। এবং ঘরে ঢুকে ব্যাপক তল্লাশী চালিয়ে তাকে আটক করে অজানা গন্তব্যের দিকে নিয়ে যায়। সূত্র: আলকুদস ও আল-ওয়াফা নিউজ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ