সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

বাসা বদলের ঝামেলার কার্যকরী সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম: বিভিন্ন কারণে আমরা বাসা বদল করে থাকি। বাসা বদল করতে আামাদের জিনিসপত্র নিয়ে ঝামেলায় পড়তে হয়। কিভাবে জিনিসপত্র ঠিকঠাকভাবে নতুন বাসায় পৌঁছানো যায়? সব ঝামেলার সমাধান হবে কিছু কার্যকরী টিপস অবলম্বন করলে-

বাসা বদলানোর কিছুদিন আগে আপনার ইন্টারনেট, ডিশ ও ল্যান্ড ফোনের অফিসে যোগাযোগ করে রাখুন। তাদেরকে নতুন বাসার ঠিকানা জানিয়ে দিন। নতুন বাসায় গিয়ে ইন্টারনেট, টিভি নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না।

ভ্যান/ট্রাক/পিকআপ ভাড়া ইত্যাদি আগে থেকে যে কোনো একটি নির্দিষ্ট দিনের জন্য ভাড়া করে রাখুন।

বাসার কাচের জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য কার্টুন সংগ্রহ করে রাখুন। কাপড় দিয়ে পেচিয়ে কাচের জিনিসপত্র প্যাকিং করে সাবধানে কার্টুনে রাখুন।

ব্যবহার্য কাপড়-চোপড় আলাদা ব্যাগে রাখুন। নতুন কাপড়গুলো আলাদা ব্যাগে রাখুন।

প্রতিদিনের ব্যবহার্য তেল,সাবান,শ্যাম্পু,লোশন,টুথপেষ্ট, ব্রাশ,ক্রিম,ফেসওয়াশ এগুলোর মুখ ভালো করে বন্ধ করুন।

বাসা বদল করার আগের দিন ফ্রিজ অপ করে রাখুন;যেন পরের দিন ফ্রিজে কোনো পানি না থাকে। ফ্রিজ খালি করে রাখবেন, তাহলে স্থানান্তরে সুবিধা হবে।

সবশেষে, ফ্যান, লাইট এগুলো খুলে রাখবেন।

একান্ত মূল্যবান জিনিসগুলো নিজের কাছে রাখবেন,অথবা নিরাপদ জায়গায় রাখবেন।

নতুন বাসা পরিষ্কার করে রাখবেন। আনাচে কানাচে সব ময়লা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিবেন।ফ্লোর জীবানু নাশক পাওডার দিয়ে পরিষ্কার করে নিবেন।

নতুন বাসার দরজা-জানালার পর্দার মাপ নিয়ে পর্দা তৈরি করে রাখবেন।

বাথরুমগুলোকে ভালো করে পরিষ্কার করিয়ে নিবেন।

সবশেষে আগের বাসায় কোনো জিনিস বাকি আছে কিনা, ভালো করে দেখে নিবেন।

নতুন বাসায় আপনার মন মতো সাজিয়ে গুছিয়ে নিবেন। কেননা অগোছালো ঘর মনের উপর প্রভাব ফেলে।

লেখক- শিক্ষার্থী, সরকারী তিতুমীর কলেজ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ