সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড’র রেজিস্ট্রেশনের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্য সুদূর। জ্ঞান ও যাপনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ইতিবাচক বিকাশ ও বিস্তার দান। জাতীয়ভাবে সে লক্ষ্যে বৃহৎ আয়োজন Islamic History & Culture Olympiad। ১৪৪২ হিজরির (২০২১ খ্রিস্টাব্দ) অলিম্পিয়াড এর রেজিস্ট্রেশন কার্যক্রম গত শুক্রবার  থেকে শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান কবি মুসা আল হাফিজ আওয়ার ইসলামকে জানিয়েছেন, ১৪৪২ হিজরির (২০২১ খ্রিস্টাব্দ) অলিম্পিয়াড এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে গত শুক্রবার থেকে।

এই প্রতিযোগিতা মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। ১. প্রাথমিক বাছাই পর্ব: ১২ই মার্চ, ২০২১ তারিখে নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে আয়োজিত হবে।২. বিভাগীয় মূল্যায়নপর্ব: প্রাথমিক বাছাইপর্বে বিজয়ীদের নিয়ে লিখিত পরীক্ষা। এবং ৩. জাতীয় পর্ব: বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী।

কলেজ-বিশ্ববিদ্যালয় সমপর্যায়ের ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সিলেবাস, রেজিস্ট্রেশন পদ্ধতি, টাইমলাইন ও অন্যান্য তথ্য নিচে দেওয়া আছে।

পুরস্কার সমূহ—

১ম পুরস্কার: ৫০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই +এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।

২য় পুরস্কার: ৩০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।

৩য় পুরস্কার: ২০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।

৪র্থ পুরস্কার: ১০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমানের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ

৫ম পুরস্কার: ১০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।

৬ষ্ঠ থেকে ১০ম: মিনি লাইব্রেরি + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ

১১তম থেকে ১০০তম পর্যন্তঃ ৯০টি মিনি লাইব্রেরি (প্রত্যেকে ১ টি করে)।

১০১তম থেকে২০০তম পর্যন্তঃ ১০০টি টেবিল লাইব্রেরি (প্রত্যেকে ১ টি করে)।

এছাড়াও জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য থাকবে প্রিন্টেড সনদপত্র এবং সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে ডিজিটাল সনদপত্র।

প্রতিযোগিতাটি আয়োজন করছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড আয়োজক কমিটি। এর চেয়ারম্যান হিসেবে আছেন বিশিষ্ট স্কলার, কবি মুসা আল হাফিজ। সেক্রেটারি যুব সংগঠক শাহাদাত ইউসুফ। কাউন্সিল অব চেয়ার এর সদস্যদের মধ্যে আছেন,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর,ইসলামী চিন্তাবীদ, দেশ বরেণ্য শিক্ষাবিদ ও গবেষকদের অনেকেই। কার্যকরি পরিষদ সদস্যদের মধ্যে আছেন জনপ্রিয় লেখক শামসুল আরেফিন শক্তি, প্রিন্স মুহাম্মদ সজল, ইরফান হাওলাদার,ডাক্তার রাফান আহমদ,আরিফুল ইসলামসহ অনেকেই। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.ihco.info/organizer

রেজিস্ট্রেশন লিংক—

https://forms.gle/P3Po3yo2CUamaLhRA

* টাইমলাইন

রেজিস্ট্রেশন শুরুঃ ৫ফেব্রুয়ারি, ২০২১

রেজিস্ট্রেশন শেষঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২১

অনলাইন প্রাথমিক বাছাই পর্বঃ ১২ মার্চ (শুক্রবার), ২০২১

* অলিম্পিয়াড এর প্রস্তুতি—

অলিম্পিয়াড এর সিলেবাসে মোট ছয়টি বই রয়েছে। যথাঃ

১)ইসলাম পরিচিতি-মোহাম্মাদ হামিদুল্লাহ

২)মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো-সাইয়েদ আবুল হাসান আলী নদভী

৩)আর রাহীকুল মাখতুম-সফিউর রহমান মোবারকপুরী

৪)লস্ট ইসলামিক হিস্ট্রি-ফিরাস আল খতিব

৫)শতাব্দীর চিঠি-মুসা আল হাফিজ

৬)সানজাক ই উসমান-প্রিন্স মুহাম্মাদ সজল

অলিম্পিয়াড এর প্রস্তুতির জন্য উপরিউক্ত বইগুলো বা সংশ্লিষ্ট বিষয়সমূহ পছন্দসই উৎস হতে পড়া যেতে পারে। আপনারা আপনাদের সুবিধামত সিলেবাসের বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন। বইগুলো সহজে সংগ্রহ করার জন্য রকমারি.কম থেকে একটি প্যাকেজ বানানো হয়েছে- https://getashorturl.com/UALel। এছাড়া কয়েকটি বইএর পিডিএফ পড়ার জন্য ভিজিট করতে পারেনঃ https://tiny.cc/ihcobooks । পাশাপাশি অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য অলিম্পয়াডের অফিসিয়াল গ্রুপে নিয়মিতভাবে ওয়েবিনার আয়োজন করা হবে এবং বিভিন্ন রিসোর্স শেয়ার করা হবে ইনশাআল্লাহ। গ্রুপ এর লিংকঃ https://facebook.com/groups/230419045194189/

অলিম্পিয়াড সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে পেজে মেসেজ দেওয়া যাবে অথবা ihco.official@gmail.com এই ঠিকানায় ইমেইল করা যাবে। জরুরি প্রয়োজনে ০১৭০৫৯৮৬৯৫৯, ০১৭৭৫৪০০৫৩১ ও ০১৭৯৯৩৯৮১৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে। সকলের জন্য রইল শুভকামনা । https://www.ihco.info/organizer/

প্রতিযোগিতাটিতে স্পনসর হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। প্রতিযোগিতা বিষয়ক আপডেট পেতে চোখ রাখুন আওয়ার ইসলামের ইসলামি অলিম্পিয়াড বিভাগে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ