রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

আল জাজিরার প্রতিবেদনে বিশ্বে আমরা লজ্জিত: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, আল জাজিরার প্রতিবেদনে বিশ্বে আমরা লজ্জিত। জাতি হিসেবে আমরা অপমানিত। এ প্রতিবেদনের মিথ্যা প্রমাণ করা সরকারের দায়িত্ব। হয়তো মিথ্যা প্রমাণ করতে হবে, নতুবা সরকারকে পদত্যাগ করে জাতিকে রক্ষা করতে হবে। বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা।

গতকাল শনিবার বিকেলে মুরাদনগর উপজেলাস্থ একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগি সংগঠন ইসলামী যুব আন্দোলন মুরাদনগর উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা শুআইব আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি, ইসলামী আন্দোলন মুরাদনগর উপজেলা সভাপতি এম এম মফিজুল ইসলাম, উপজেলা বামুক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন আবু, আলহাজ্ব আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সাত্তার, মুহাম্মদ আব্দুল হক প্রমুখ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরো বলেন, বর্তমানে দেশ ও জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণের মৌলিক অধিকার এমনকি ভোটাধিকারও ভুলুন্ঠিত। দেশবাসী এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির শিকার। বৈশ্বিক মহামারি করোনার প্রাক্কালেও স্বাস্থ্যখাতের ভয়াবহ দুর্নীতি দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতেও দেশবাসী দুর্নীতির মহাসাগরে হাবুডুব খাচ্ছে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই।

আলোচনা শেষে মুহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি, হাফেজ আলআমিন সাইফীকে সহ-সভাপতি এবং মাওলানা শুআইব আহমদকে সাধারণ সম্পাদক করে মুরাদনগর উপজেলা ইসলামী যুব আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ