আওয়ার ইসলাম: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রচারিত 'অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন' তথ্যচিত্রটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রচারিত হয়েছে, মানা হয়নি সাংবাদিকতার নীতি নৈতিকতা, এমনটাই জানিয়েছে এডিটরস গিল্ড।
আজ রোববার গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, তথ্যচিত্রটি একটি পরিবারের সদস্যদের নিয়ে করা হলেও শিরোনামটিই মন্দ সাংবাদিকতার প্রতিরূপ।
রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ও পক্ষপাতদুষ্ট তথ্যচিত্র কোনভাবেই অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত হতে পারেনা বলেও মনে করছে সংগঠনটি। পুরো তথ্যচিত্রের ভিত্তি অনানুষ্ঠানিক আড্ডা, যার কোন কোন গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপিত হয়নি।
হাঙ্গেরি ও ফ্রান্সে বিনিয়োগের কথা বলা হলেও দেখানো হয়নি উৎস, নেই সংশ্লিষ্ট দেশগুলোর কোন প্রশাসনিক বক্তব্য। মেইলের অংশ দেখানো হয়েছে কোন মূল পেজ না দেখিয়েই, ফলে এর সত্যতা নিয়েও রয়েছে প্রশ্ন। ইসরায়েলের কাছ থেকে স্পাই ওয়্যার কেনার কথা বলা হলেও কোন প্রমাণ নেই তথ্য চিত্রে। এছাড়া গোপন ক্যামেরায় বেশিরভাগ ভিডিও ধারণ করা হয়েছে যা মান সম্পন্ন সংবাদমাধ্যম করতে পারে না।
-এটি