রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

মিয়ানমার ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠক করেছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বৈঠকের পর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি। এর আগে সোমবার চীনের সঙ্গে কথা বলেছিলেন তিনি।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে উৎসুক পশ্চিমা বিশ্ব ও এশিয়ার বড় শক্তি চীন। এ ছাড়া ইউরোপের কয়েকটি দেশও বাংলাদেশের অবস্থান বুঝতে চায়। এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

এদিকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার, চীন ও বাংলাদেশের মধ্যে নির্ধারিত বৈঠকের বিষয়ে জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ত্রিপক্ষীয় বৈঠকের জন্য চীনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীন ৪ ফেব্রুয়ারি মিয়ানমারের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক। মিয়ানমার এই সময় দিয়েছিল। এখন ওই সময়ে হবে নাকি পরিস্থিতি বদলানোর কারণে অন্য কোনো দিন হবে, সেটির জন্য অপেক্ষা করা হচ্ছে।

বৈঠক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমরা তাদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছি এবং তারাও জানতে চেয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ কী অবস্থান নেবে।

মিয়ানমারের ওপর অবরোধ আরোপের সম্ভাবনা নিয়ে কোনো কথা হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয় এবং বাংলাদেশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

অন্যদিকে ইউরোপের অন্তত দু’টি দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আবার যদি রোহিঙ্গা ঢল শুরু হয়, তখন বাংলাদেশ কী করবে, সেটি জানতে চেয়েছেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ