রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭০২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৯৪২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৭০২ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ২৯ হাজার ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৮২ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৭৩ হাজার ৮৫৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫৭৪টি। ১৫ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া এ পর্যন্ত দেশে মোট ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনাগুলোতে দেখা গেছে, ১০০টি নমুনা পরীক্ষা করার পর ৪.৬৫ জনের ‘করোনা পজিটিভ’ প্রতিবেদন এসেছে। এখন পর্যন্ত পরীক্ষা করা ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭ জনের মধ্যে শতকরা হারে ১৫.১৮ জনের করোনা পজিটিভ প্রতিবেদন এসেছে। এ ছাড়া প্রতি ১০০ জনে মৃত্যুর হার ১.৫০ জন।

২৪ ঘণ্টায় নতুন ২০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ছয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ছয় হাজার ১৮ জন ও নারী এক হাজার ৯২৪ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে ১৮ জন হাসপাতালে ও দুজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ