শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামিক ল' রিসার্চ সেন্টারের ২৭তম এজিএম অনুষ্ঠিত শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব শিক্ষার মানোন্নয়ন ও নববি মানস গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি: মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের তুরস্কে পালিত হলো ১০৩তম বিজয় দিবস, আতাতুর্কের সমাধিতে এরদোয়ানের শ্রদ্ধা

ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তিতে সহায়তার অভিযোগে গ্রেফতার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সাজিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে সহযোগিতার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার মহিউদ্দিন চৌধুরী (২৮), ক্যাম্পপাড়ার আবছার কামাল (৪২), রেজু আমতলী পাড়ার হামিদ হোসেন (২৭), মো. রশিদ (২৬), নুর আলম (২৫) ও আলী হোসেন (৩০)।

গতকাল রোববার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। রোহিঙ্গাদের বিভিন্ন অপকৌশলে বাংলাদেশি ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজে জড়িত দালালসহ ৩৩ জনের বিরুদ্ধে গত ৩১ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়া ও রোহিঙ্গাদের সহযোগিতার অভিযোগে কথিত মা-বাবা পরিচয়দানকারী ব্যক্তি, দালাল চক্রসহ ৩৩ জনের নামে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ দণ্ডবিধির ৪২০/৩৪ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন, ভোটার তালিকা আইন ও জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ধারায় গত ৩১ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনায় জড়িত ছয় আসামিকে গ্রেফতার করে। মামলায় অভিযুক্ত অন্য আসামিদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ