সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

আমেরিকায় সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত প্রথম ইমাম বাংলাদেশের মাওলানা ইয়াসির খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন ইতিহাসে প্রথমবার সরকারিভাবে ইমাম নিয়োগ দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায়। সম্মানজনক পদে আসীন হয়ে অনন্য নজির গড়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসির খান। এক বিজ্ঞপ্তিতে ক্যালিফোর্নিয়া রাজ্যসভার স্পিকার অ্যান্থনি রেন্ডন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকার রাজ্যসভায় প্রথম নিয়োগপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তাকে। গত ৭ ডিসেম্বর মাওলানা মোহাম্মদ ইয়াসির খানকে ইমামের এ দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ইমাম মাওলানা ইয়াসির খান ক্যালিফোর্নিয়ার বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করছেন। আমাদের রাজ্যে মুসলিম সম্প্রদায়ের সম্প্রসারণ দেখেছি এবং ধর্মীয় ও নাগরিক উভয় নেতারা ঘনিষ্ঠ হয়েছি। এদের মতো মাওলানা ইয়াসির খানও ক্যালিফোর্নিয়ার আধ্যাত্মিক এবং নাগরিক প্রাণশক্তিতে অবদান রাখার প্রবল ইচ্ছা পোষণ করেছেন।’

ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথম ইমাম হিসেবে নিয়োগ প্রসঙ্গে মাওলানা ইয়াসির খান বলেন, ‘আল্লাহ আমাকে এখানে এনেছেন এবং আমাকে নির্বাচিত করেছেন। কৃতজ্ঞতা জানাই রাব্‌বুল আলামিনের। আশা করি, এটি দেশের অন্য ইমাম ও ইসলামী নেতাদের পদপ্রাপ্তির একটি পদক্ষেপ হবে।

তিনি গত ছয় বছর স্থানীয় কাউন্টি কারাগার, শেরিফ অফিস ও বিভিন্ন হাসপাতালে ইমাম হিসেবে কাজ করেছেন। প্রতিষ্ঠা করেছেন আল-মিসবাহ নামে একটি অলাভজনক সংস্থা। সংস্থাটি স্বল্প আয়ের পরিবারগুলোকে স্বচ্ছল করতে সাহায্য করে আসছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের- সিএআইআর স্থানীয় নির্বাহী পরিচালক বাসিম এলকারা বলেন, আমেরিকান মুসলিমরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ, এই নিয়োগ সেটারই বার্তা।

হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসির খানের জন্মভূমি আমেরিকা নয়। তিনি ভারতের কেরালা প্রদেশের  বংশোদ্ভূত বলে শোনা গেছে। তবে আমেরিকার মুসলিম কমিউনিটির শরিফ হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বাংলাদেশের অধিবাসী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ