শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


৪৯ বছর পরও আমরা পূর্ণ স্বাধীনতা পাইনি: মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকে আমরা এমন এক মুহূর্তে বিজয় দিবস উৎযাপন করছি যখন দেশের পরিস্থিতি এক নাজুক অবস্থা বিরাজ করছে। দেশের প্রতিটি মানুষ অনিরাপদ জীবন-যাপন করছে। খাদ্য দ্রব্যসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। স্বাধীন দেশে থেকেও আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। দেশের মানুষ যখন ঠিক মতো দুবেলা পেটপুরে ভাত খেতে পারে না এমন পরিস্থিতিতে ভাস্কর্যের নামে শত শত কোটি টাকা নষ্ট করার মহোৎসব চলছে। ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত মুক্তিযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম এসব কথা বলেন।

আজ ১৬ ডিসেম্বর বিকেলে রাজধানীর পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন আল আদনান এর পরিচালনায় বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী আতাউর রহমান খান, মাওলানা খাইরুল ইসলাম, ছাত্র জমিয়ত সহসভাপতি হাফেজ মুহাম্মদ, যুগ্মসাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ