শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


৩ ফ্লাইটে কোভিড সনদবিহীন ৫১৬ যাত্রী, সৌদিয়া এয়ারলাইন্সকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত দুই দিনে তিনটি ফ্লাইটে কোভিড সনদ ছাড়া ৫১৬ জন যাত্রী নিয়ে আসায় সৌদিয়া এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ জরিমানা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে করোনা নেগেটিভ সনদ ছাড়া ১২৮ জন যাত্রী আনায় ১১ ডিসেম্বর মালদ্বীপ এয়ারলাইন্সকে ২ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সনদ ছাড়া যাত্রী আনলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হবে এমন নির্দেশনা দিয়ে ১৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

কোন এয়ারলাইন্স বারবার এমন ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দুই সপ্তাহ পর্যন্ত ফ্লাইট বাতিলের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ