শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ফোনে জানা যাবে করোনা ডেডিকেটেড হাসপাতালের তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ডেডিকেটেড হাসপাতাল এবং শয্যা সংখ্যাসহ বিভিন্ন তথ্য জানতে তিনটি মোবাইল ফোন নম্বর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৬ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফোন নম্বর তিনটি হচ্ছে– ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ এবং ০১৩১৩৭৯১১৪০।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘এসব নম্বরে কল করা হলে করোনা ডেডিকেটেড কোন হাসপাতালে কতটি শয্যা এবং আইসিইউ রয়েছে এসব জানা যাবে। এতে রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হবে না। এই নম্বরগুলোতে কল করেই তারা সুবিধামতো হাসপাতালে যেতে পারবেন।’

এর আগে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কারিগরি কমিটির পরামর্শ ছিল, কোন হাসপাতালে কত বেড খালি রয়েছে সেটা কেন্দ্রীয়ভাবে জানানোর ব্যবস্থা করা। তাহলে রোগীদের আর ভোগান্তি হবে না। তাদের হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ