আওয়ার ইসলাম: ঢাকার ভাটারাস্থ জামিয়া সাঈদিয়া কারীমিয়ার সাংস্কৃতিক সংঘ আন নাদী আস সাকাফী আল ইসলামীর উদ্যোগে বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য বিজয় র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেছেন, স্বাধীনতা যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ। আমরা ছিলাম মাজলুম আর পাকিস্তানিরা ছিল জালিম। আর ইসলাম জালিমের বিরুদ্ধে যুদ্ধ করাকে আবশ্যক মনে করে। তাই ইসলামের সাথে স্বাধীনতাযুদ্ধের কোনো বিরোধ নেই। আমরা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ বিজয় আমাদের সবার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জামিয়া সাঈদিয়া কারীমিয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুফতি জহির ইবনে মুসলিম, মুফতি রেজাউল করীম আবরার , মাওলানা আব্দুল কুদ্দুস বিন ফজল, মুফতি ইমামুদ্দিন প্রমুখ।
-এএ