মোস্তফা ওয়াদুদ : আল্লামা নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেছেন। গতকাল (১৩ ডিসেম্বর) রবিবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপরই সারাদেশ শোকাহত হয়ে পড়ে। আল্লামা কাসেমী প্রতিষ্ঠিত বারিধারা মাদরাসা মাদরাসায় আসতে থাকে জনতার স্রোত। দেশের শীর্ষ উলামায়ে কেরাম হাজির হোন বারিধারা প্রাঙ্গণে।
যে প্রাঙ্গণে আগে এলে একটা উৎফুল্লতা ছেয়ে যেতো সবার মাঝে। সে বাগানে আজ বিষন্নতা দানা বেঁধেছে সবার হৃদয়ে। কিন্তু রাব্বুল আলামিনের বিধান। মানতেই হবে। তাই সবাই প্রিয় শায়খের শূন্যতা পূরণের লক্ষে বারিধারায় অনুষ্ঠিত হয়েছে এক খাছ বৈঠক। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় এখন থেকে বারিধারা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন থাকবেন সাবেক নায়েবে মুহতামিম আল্লামা নাজমুল হাসান। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মনোনয়ন করা হয়।
বৈঠকে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় বাইতুল মুকাররমে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের পূর্বে পাঁচজন কথা বলার সিদ্ধান্ত হয়। জমিয়ত এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা জিয়াউদ্দিন। হেফাজতের পক্ষ থেকে হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। বেফাকের পক্ষ থেকে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান। বারিধারা মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামীম নাজমুল হাসান। আল্লামা কাসেমী রহ. এর পরিবারের পক্ষ থেকে ছোটভাই আল্লামা আবদুল কুদ্দুস।
এছাড়া জানাজার নামাজ পড়াবেন তার ছোটো ছেলে মুফতি জাবের কাসেমী। বায়তুল মোকাররম মসজিদের মাইক ছাড়াও নিজস্ব আরো মাইক ব্যবহারের সিদ্ধান্ত হয়।
-কেএল