আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার কো- চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রতিষ্ঠিতা মুহতামিম ও শায়খুল হাদিস, আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর সভাপতি মাওলানা ক্বারী আবুল হোসাইন, সহ-সভাপতি মাওলানা মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, সহ-সভাপতি মাওলানা ক্বারী আজহারুল ইসলাম, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়েখ মুহাম্মদুল্লাহ বিন হাফিজ, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাহমুদুল হাসান, সহ-অর্থ সম্পাদক হাফেজ ইসমাইল হাসান চৌধুরী, শিক্ষা সম্পাদক ক্বারী নূর মোহাম্মদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুল আরিফিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ জাকারিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, ত্রান বিষয়ক সম্পাদক এম এরশাদুল্লাহ আকমাল, আইটি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা প্রমুখ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব বলেন, চলে গেলেন দেশ জাতি ও দীনের দরদী এক নিরলস সাহসী কর্মবীর আল্লামা নূর হোছাইন কাসেমী রহ:।তিনি আকাবিরে দেওবন্দের এক জীবন্ত নমূনা ছিলেন। কওমী আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। এক স্নেহময় বৃক্ষছায়া, লাখো ছাত্র ভক্ত ও অনুরক্ত জনতার পথনির্দেশক। ইসলামী শিক্ষা বিস্তারে তাঁর অনবদ্য অবদানের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করছি ঈমানী আন্দোলনে তাঁর অনন্য ভূমিকার কথা। আমরা যা হারালাম তার সাথে কোন কিছুরই তুলনা চলেনা। ইলমে অহী বিস্তারে আত্বনিবেদিত, দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন, বাস্তবিক অর্থে দীনের দা’ঈ ছিলেন আল্লামা কাসেমী রহ.।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেছেন এবং
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
-কেএল