কাউসার লাবীব: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব,ঐতিহ্যবাহী বারিধারা মাদরাসার মহাপরিচালক,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ ।
শোক বার্তায় নেতৃদ্বয় বলেছেন,আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে উলামায়ে কেরাম ও দেশের তাওহীদী জনতা সংগ্রামী এক অভিভাবক কে হারালো।তাহার ইন্তেকালে ইসলামী অঙ্গন আজ গভীর ভাবে শোকাহত।মরহুম কাসিমী সাহেব একাধারে একজন শিক্ষাবিদ,রাজনীতিবিদ ও মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিত প্রাণ এক অভিভাবক ছিলেন ।
ইসলাম ও মুসলিম বিরোধী দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় ছিলেন সাহসের বাতিঘর।আন্দোলন সংগ্রামের আপোসহীন বলিষ্ঠ নেতা। তিনি ছিলেন আলেম উলামার মাথার ছায়া।আমৃত্যু ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন।তাহার সকল অবদান আজীবন দেশ ও জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমরা এই মনীষীর ইন্তেকালে গভীরভাবে শোকাহত।
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে তাহার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তার ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
-কেএল