শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম, দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আওয়ার ইসলামে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, আল্লামা নুর হোসাইন কাসেমী রহ. ছিলেন সৎ, সাহসী, বিনয়ী একজন প্রজ্ঞাবান আলেমে দ্বীন, শাইখুল হাদীস ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। নাস্তিক-মুরতাদ বিরোধী ঈমানী আন্দোলনে তাঁর অনন্য ভূমিকার কথা স্বীকৃত। এছাড়াও মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠাসহ দ্বীনি শিক্ষা বিস্তারে তিনি অনবদ্য অবদান রেখেছেন। জাতীর ক্রান্তিকালে তাঁর ইন্তেকাল দেশের আলেম সমাজের জন্য বড়ই বেদনা ও কষ্টের। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় আরও বলা হয়, ইলমে ওহীর বিস্তারে আত্মনিবেদিত, বরেণ্য এই শীর্ষ আলেমে দ্বীনের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তায়ালা মরহুমের কবরে তার রহমতের স্নিগ্ধতা ছড়িয়ে দিন, মরহুমকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ