শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আল্লামা কাসেমী ছিলেন যুগ শ্রেষ্ঠ ইসলামী এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: হেফাজতে ইসলাম ও জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব এবং ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি, ২০ দলের অন্যতম শীর্ষ নেতা শায়খুল হাদিস আল্লামা নুর হুসাইন কাসেমী রহ: এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা, ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুল রকিব এডভোকেট ও ইসলামী ঐক্য জোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম।

এক যৌথ শোকবার্তায় মরহুম কাসেমী এই দেশের ইসলামী আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনের একজন আত্মত্যাগী সর্বজন শ্রদ্ধেয় নেতা ছিলেন। তিনি মাদরাসা শিক্ষা আন্দোলনের একজন অগ্রনায়ক হিসাবে সমগ্র বাংলাদেশে কওমি মাদরাসা সমূহের সংগঠন বেফাকুল আরবিয়া বাংলাদেশের নির্বাচিত সহ সভাপতি ছিলেন।

রাজধানীর ঢাকার বারীধারায় কামিল মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাদরাসা প্রতিষ্ঠায় তার অপূরণীয় অবদান রয়েছে। যা জাতি যুগ যুগ ধরে হযরত আল্লামা কাসেমীকে স্মরণ করবে। তাঁকে জান্নাতে উচ্চ মুকাম দান করার জন্য নেতৃবৃন্দ মহান আল্লাহার দরবারে মোনাজাত করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ