কাউসার লাবীব: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়ার কো-চেয়ারম্যান আল্লামা নূর হোসাইন কাসেমী রাহিমাহুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ।
এক যৌথ শোক বার্তায় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহাসচিব এহতেশামুল হক সাখী বলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা নূর হোসাইন কাসেমী রহিমাহুল্লাহ আজ দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তেকালে জাতি একজন বিজ্ঞ আলেমে দ্বীনকে হারালো। তিনি শুধু বাংলাদেশ নয় বরং দক্ষিণ এশিয়ার একজন উজ্জল নক্ষত্র। তিনি ছিলেন ইসলামী জ্ঞানে পণ্ডিত, দক্ষ ও সাহসী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ইসলামী বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব।
তিনি শত নির্যাতন, হুমকি, হয়রানির পরও বাতিলের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে অটল থাকা এক প্রেরণার নাম। তিনি বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম গড়ার কারিগর। তিনি দেশের লক্ষ লক্ষ আলেম-ওলামার উস্তাদ। একই সাথে তিনি ইসলাম ও দেশ রক্ষা এবং নাস্তিক্যবাদী অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম, খতমে নবুয়ত আন্দোলনসহ নানা আন্দোলন সংগ্রামে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদের প্রিয় এ আলেমে দ্বীনকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।
-কেএল