শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আল্লামা কাসেমীর মাগফিরাত কামনায় তাফসীর পরিষদের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মুফতী বাকিবিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আজ পুরানা পল্টনস্থ নামাজঘরে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.এর মাগফিরাত কামনায় জাতীয় তাফসীল পরিষদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া পূর্ব আলোচনায় তিনি বলেন, মরহুম আল্লামা কাসেমীর ইন্তেকালে দেশবাসী একজন বরেণ্য বুজুর্গ ও জীবন্ত মাদানী রহ.কে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মহান রব্বুল আলামিন হযরতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। সেইসাথে পরিবারবর্গকে সবরে জামিল এখতিয়ার করার আহ্বান জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ