কাউসার লাবীব: হেফাজতে ইসলাম ও জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব এবং ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি, ২০ দলের অন্যতম শীর্ষ নেতা, বারিধারা মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা নূর হুসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আল্লামা কাসেমীর মৃত্যুতে জাতি ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে একজন আপোষহীন ব্যাক্তিত্ব এবং যোগ্য অভিভাককে হারালো। নেতৃবৃন্দ তাঁর রূহের মাগফেরাতের জন্য দোয়া করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
-কেএল