আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম, হাজার হাজার ওলামায়ে কেরামের উস্ততাজ ও রুহানি রাহবার। আল্লামা নুর হোসাইন কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের সম্মানিত পরিচালক জনাব হাফেজ মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।
ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। আজ দুপুর ১ ঘটিকায় তিনি ইন্তিকাল করেন।
আল্লামা নুর হোসাইন কাসেমী ছিলেন শীর্ষ আলেমে দ্বীন। দ্বীন-ধর্ম, ওলামায়ে কেরাম ও দেশের মানুষের জন্য আল্লাহর বিশেষ এক নেয়ামত ছিলেন। আজ তিনি মহান আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লামা নুর হোসাইন কাসেমি চলে গেলেও তার ফুয়ুজ ও বরকতের ধারা আমাদের মাঝে অব্যাহত থাকবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
-এটি