শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আল্লামা কাসেমীকে দেখতে ঢাকায় আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।
সাব-এডিটর

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আল্লাম নূর হুসাইন কাসেমীকে দেখতে ঢাকায় এসেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির, হাফেজ আল্লামা জোনাইদ বাবুনগরী। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে অবস্থান করছেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

মাওলানা জাকারিয়া নোমান ফয়জী আওয়ার ইসলামকে বলেন, ‘আমিরে হেফাজত শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী  হুজুর আল্লামা কাসেমিকে দেখতে কিছুক্ষণ আগে ঢাকায় এসে পৌঁছেছেন। এবং এখন ইউনাইটেড হাসপাতালে রয়েছেন। সকাল সাড়ে নয়টার দিকে তিনি চট্টগ্রাম থেকে একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন। এবং আল্লামা কাসেমীকে দেখার পর তিনি বিকেল তিনটার দিকে চট্টগ্রাম ফিরবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমী গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে (১১ ডিসেম্বর) শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ ও হৃৎস্পন্দনও স্বাভাবিক হয়। কিন্তু দুপুরের পর তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। বর্তমানে আইসিইউতে রেখেই তার চিকিৎসা চলছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ