আওয়ার ইসলাম: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে প্রতি করোনা রোগীর পেছনে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যায় সরকারের ৪ লাখ করে খরচ হয়েছে। সাধারণ শয্যার রোগীদের জন্য গড়ে ১ লাখ ৩০ হাজার টাকা করে সরকার খরচ করেছে।
শনিবার আয়োজিত সেমিনারে করোনা চিকিৎসার এই ব্যয়ের তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবস-২০২০ উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিট।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব এবং হাজারো স্বাস্থ্যকর্মীর প্রচেষ্টায় বাংলাদেশে এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তিনি বলেন, শুরু থেকেই করোনা মোকাবেলায় বিনা মূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। মজুত রাখা হয়েছে জরুরি ও প্রয়োজনীয় ওষুধ। হাসপাতাল ও শয্যার সংখ্যাও সঠিক সময়ে বাড়ানো হয়েছে। অল্প সময়ের মধ্যে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা চালু করা হয়েছে দেশের ৫৯টি হাসপাতালে। দ্রুত সময়ের মধ্যে করোনার পরীক্ষা কেন্দ্র ১টি থেকে ১২০টি করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের আড়াই কোটি মানুষকে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দেয়া হয়েছে। এর ফলে সংক্রমণ যেমন কম হয়েছে, সেইসঙ্গে কমে গেছে মৃত্যু হারও। পাশাপাশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি দেশ।
-এএ