আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমীকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন আল্লামা মাহমুদুল হাসান। বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান, আল্লামা মাহমুদুল হাসান আজ সন্ধ্যায় দেখতে যান আল্লামা কাসেমীকে।
এর আগে এক বিবৃতিতে তিনি আল্লামা কাসেমীর সুস্থতা কামনা করে দেশেবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিবৃতিতে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হকও দোয়া চেয়েছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, কুমিল্লার মুফতি শামছুল ইসলাম জিলানী, কাওলা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল্লাহ আল বাকী, মাওলানা মামুনুর রশিদ তামাদ্দুরী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা সিদ্দিকুল্লাহসহ শীর্ষ অনেক আলেমগণ।
জানা যায়, এ সময় মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম কাসেমী সাহেবের সর্বশেষ অবস্থা জানতে মুফতি জাবের কাসেমীর সঙ্গে কথা বলেছেন। মাগরিবের নামাযের পূর্বে কাসেমী সাহেবের সুস্থতার জন্য হাসপাতাল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেছেন আল্লামা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই ও জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
হাসপাতালে অবস্থান করছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান, বারিধারা মাদরাসার নাজিমে তালীমাত মুফতি মকবুল হোসাইন, সুবহানিয়া মাদরাসার নাজেমে তালীমাত মুফতি মহিউদ্দিন মাসুম, মাওলানা মাসুদ আহমদ, মুফতি জাকির হোসেন কাসেমী ও কাসেমী সাহেবের সাহেবজাদা মুফতি জাবের কাসেমী প্রমূখ।
এমডব্লিউ/