শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


শীর্ষ আলেমদের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করতে হবে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে শীর্ষ আলেমদের বিরুদ্ধে চক্রান্ত বন্ধের দাবি জানান।

আজ বৃহস্পতিবার নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন, মানব ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে দেশ বরেণ্য আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা দায়ের করে হকের কন্ঠকে স্তব্ধ করে দিতে চাচ্ছে। মানবভাস্কর্য ও মূর্তি বিষয়ে ইসলামের ব্যাখ্যা তুলে ধরায় ইসলামবিদ্বেষী শক্তিগুলো দেশবরেণ্য আলেমে দ্বীন ও শীর্ষ ধর্মীয় নেতা মুফতী ফয়জুল করীম, হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক এর বিরুদ্ধে ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

তারা বলেন, শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে মানবমূর্তি ও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় আলেমদের নামে মামলা দায়েরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। মানবভাস্কর্য ও মূর্তি নির্মাণকে ইসলামী শরিয়তে চরমভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেশের আলেম, ওলামা ও আপামর মুসলিম জনতা ভাস্কর্য ও মূর্তির বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেছেন। দেশবাসীর প্রত্যাশা ছিল মুসলিম জনতা ও ইসলামী শরিয়তের প্রতি সম্মান প্রদর্শন করে ভাস্কর্য নির্মাণের মতো গর্হিত কাজ থেকে সরকার বিরত থাকবেন।

কিন্তু উল্টো দেশবরেণ্য আলেমদের বিরুদ্ধে মামলা করে অন্যায় করা হয়েছে। আমরা মনে করি ইসলাম ও ইসলামী রাজনীতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ও দেশবরেণ্য আলেমদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ