বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭


ম্যাসেঞ্জার বিড়ম্বনা: দীর্ঘ পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার দুপুর তিনটার পর থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটি। কাজ করতে গিয়ে আচমকা চলে যায় সংযোগ। মেসেজ পাঠানো বা মেসেজ গ্রহণও বন্ধ হয়ে যায়।

তবে কেউ কেউ মেসেজ পাঠাতে পারলেও, সেটি যেতে অনেকটাই সময় লেগে যায়। আর এ ঘটনা গোটা বিশ্বের ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের ফেলেছে চরম বিড়ম্বনায়। এর কয়েক ঘণ্টা পর রাত সোয়া আটটার দিকে দূর হয় এ ম্যাসেঞ্জার বিভ্রাট।

কাজের সময় এমন বিড়ম্বনায় ব্যাপক ঝামেলায় পড়ে ব্রিটেন, আমেরিকা, ভারত, ইউরোপসহ অনেক দেশের ব্যবহারকারীরা টুইটারে অভিযোগ করতে থাকেন। ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে দুপুর আড়াইটার পর এই সমস্যা দেখা দেয়। যদিও ফেসবুকের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি।

-কেএল


সম্পর্কিত খবর