বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


আলেমদের সরকারের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ সাঈদ খোকনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলেমদের সরকারের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সাঈদ খোকন বলেছেন, ‘সম্প্রতি কিছু আলেম মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলছেন। অথচ পবিত্র কোরআন এবং হাদিসে এ সনদ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলা নেই। বাংলাদেশ নিজ সংবিধান অনুযায়ী চলবে। তার পরও আলেমদের কোনো বক্তব্য থাকলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘বর্তমানে কিছু লোক ইসলামের নামে ধর্ম ব্যবসা শুরু করেছে। কিন্তু এই করোনা মহামারিতে সরকার কীভাবে দেশের অর্থনীতি চাঙা রেখেছে, তা নিয়ে তাদের চিন্তা নেই।’

তিনি বলেন, ‘আমার বাবা মোহাম্মদ হানিফ ধর্মভীরু ছিলেন। তার আদর্শে আমি বড় হয়েছি।’

স্মরণসভায় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়ক ওমর আলী সভাপতিত্ব করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রবীণ নেতারা বক্তব্য দেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ