শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

বিরুদ্ধে লিখলে কি মানতে হয় না সাংবাদিকতার ব্যাকরণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির উদ্দিন বাবর।।

কারও বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলেও সেটার ন্যূনতম গ্রহণযোগ্যতা থাকতে হয়। সাংবাদিকতার নীতিমালা কিছুটা হলেও প্রয়োগ করতে হয়। আল্লামা মামুনুল হককে নিয়ে দুয়েকটি মিডিয়ায় সংবাদ দেখলাম। একটি সংবাদ লেখার জন্য সাধারণ যে ব্যাকরণ আছে এর কোনোটাই সেখানে ফলো করা হয়নি।

কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্যভিত্তিক প্রমাণ দেওয়া লাগে, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিতে হয়, এর কোনোটাই মানা হয়নি পরিবেশিত নিউজে। মনে হচ্ছে অন্য কোথাও থেকে চাপিয়ে দেওয়া কিছু। এ ধরনের ভিত্তিহীন নিউজ প্রতিষ্ঠিত মিডিয়ায় কীভাবে আসে ভেবে পাচ্ছি না!

আরেকটি টিভি চ্যানেলে দেখলাম, ড. আহমদ আবদুল কাদেরকে শিবিরের সাবেক সভাপতি হিসেবে পরিচিত করানো হচ্ছে। শিবিরের সঙ্গে বিরোধের জেরে প্রায় ৪০ বছর আগে যিনি দল ছেড়ে চলে এসেছেন, তাকে সেই দলের ট্যাগ লাগানো সাংবাদিকতার কোনো অভিধানে আছে? ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এমন চার/পাঁচজন এখন বিএনপির কেন্দ্রীয় নেতা।

‘বিএনপির কমিটিতে সাবেক ছাত্রলীগ সভাপতি’ এটা কি কোনো মিডিয়া নিউজ করে! ছাত্র ইউনিয়ন কিংবা জাসদের তুখোড় নেতা ছিলেন এমন অনেকেই এখন আওয়ামী লীগের শীর্ষ নেতা। তাদের ক্ষেত্রে কি আগের সেই পরিচয় বলা হয়? মতিয়া চৌধুরী কিংবা নুরুল ইসলাম নাহিদরা যখন আওয়ামী লীগের পদ পান তখন কি বলা হয়, আওয়ামী লীগের কমিটিতে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি!

এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও উদ্ভট সাংবাদিকতার কারণে গণমাধ্যম দিন দিন গণমানুষের আস্থা হারাচ্ছে।

লেখক: সভাপতি, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ