মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

ফিকহুল ইকতিসাদিল ইসলামী কোর্সের চতুর্থ ব্যাচে ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিদায়া, ইসলামী ফিকহের বিখ্যাত ও কালজয়ী একটি গ্রন্থ। আজ থেকে প্রায় সাড়ে আটশত বছর আগে আল্লামা বুরহান উদ্দিন আল-মারগিনানী রহ. (মৃত্যু: ৫৯৩হি.) কিতাবটি সংকলন করেন।

এ কিতাবের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিতাবুল বুয়ূ বা বেচাকেনা সংক্রান্ত অধ্যায়, যা আমাদের মাদরাসায় অত্যন্ত গুরুত্বের সাথে পাঠদান করা হয়। মূলত গ্রন্থ রচয়িতা তাতে তার সময়ে ইসলামী অর্থনীতির প্রায়োগিক দিকগুলো ফুটিয়ে তুলেছেন।

কিন্তু আপনি তো জানেন, বর্তমান রাষ্ট্রীয় অর্থব্যবস্থা, মুদ্রানীতি, বাজার ব্যবস্থা, আর্থিক লেনদেনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। সুতরাং ‘কিতাবুল বুয়ূ’ এর শুধু ইবারত হল করাই যথেষ্ট নয়। বরং বর্তমান প্রয়োগসহ বুঝতে হবে। এমনভাবে পড়তে হবে ও বুঝতে হবে যেনো এর মাধ্যমে এ যুগের সমস্যার সমাধানও করা সম্ভব হয়।

ইসলামী অর্থনীতিতে মযবুত ভিত্তি তৈরি করতে আইএফএ কনাসালটেন্সি লি. আয়োজন করেছে হেদায়া গ্রন্থের কিতাবুল বুয়ূ ভিত্তিক “ফিকহুল ইকতিসাদিল ইসলামী কোর্স”। সুতরাং যারা আগ্রহী বিশেষত, জালালাইন, মেশকাত, দাওরা ও ইফতা বিভাগের ছাত্র সকলের জন্যই এটি অত্যন্ত উপকারী কোর্স হবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা সফলতার সাথে ৩টি ব্যাচ সম্পন্ন করতে পেরেছি। যাতে আমাদের ছাত্র সংখ্যা ছিল ১০০ জনেরও বেশি।

কোর্সের বৈশিষ্ট্য:

▪️ইসলামী অর্থনীতির প্রাথমিক ও মৌলিক ধারণা প্রদান।
▪️হেদায়ার কিতাবুল বুয়ূর বিষয়বস্তু সহজবোধ্য ভাষায় উপস্থাপন।
▪️আধুনিক অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের ভাষায় উপস্থাপন।

▪️প্রতিটি আলোচনার সাথে প্রচলিত বাজার ও অর্থব্যবস্থার সমন্বয়সাধন।
▪️প্রতি ক্লাসের আলোচনার উপর শীট প্রদান।
▪️কোর্স শেষে MCQ পদ্ধতিতে মূল্যায়ন পরীক্ষা৤

কোর্সে যা থাকবে:
▪️ইসলামী অর্থনীতি ও ফিকহুল মুআমালাতের মৌলিক ধারণা
▪️চুক্তি আইন: পরিচিতি ও বৈশিষ্ট্য
▪️ইজাব-কবুল : পরিচিতি ও বিধান
▪️চুক্তিতে বিভিন্ন প্রকার শর্তারোপ ও বিধান

▪️ক্রয়-বিক্রয় পরিচিতি প্রকার ও বিধান
▪️প্রচলিত ভোক্তাধিকার আইন বনাম ইসলামী ভোক্তাধিকার আইন
▪️প্রচলিত অর্থব্যবস্থায় ‘সুদ’: পরিচিতি ও তাৎপর্য
▪️রিবা : পরিচিতি,পরিধি ও প্রায়োগিক দিকসমূহ
▪️বাঈ সালাম, সরফ, ইস্তিসনা ও মুরাবাহা: পরিচিতি তাৎপর্য ও প্রায়োগিক পদ্ধতি ইত্যাদি

মোট ক্লাস ৭ টি
প্রতি শুক্রবার সকাল ৮:০০ থেকে ১১:৩০ পর্যন্ত (দুই ক্লাস একত্রে)
উদ্বোধনী ক্লাস ৩০ অক্টোবর শুক্রবার বিকাল ২:৪০

ক্লাস নিবেন:

মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ (CSAA (AAOIFI), সহকারী মুফতী, জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা-১২৩০, ফাউন্ডার ডিরেক্টর, IFAC)। মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহ [CSAA (AAOIFI), কো-ফাউন্ডার ডিরেক্টর ডিরেক্টর, IFAC, হেড অব শরীয়া, ইথিস ভেঞ্চার মালয়েশিয়া, এস,সি মালয়েশিয়া)

মুফতি যুবায়ের আব্দুল্লাহ (সিনিয়র ট্রেইনার ও শারীয়াহ কনসালটেন্ট, IFAC)। মুফতি আরীফুল ইসলাম (CIFE (ETHICA),সিনিয়র ট্রেইনার ও কো-অর্ডিনেটর, IFAC)। মুফতি লুকমান হাসান (সিনিয়র ট্রেইনার ও কো-অর্ডিনেটর, IFAC)

ও অন্যান্য ফিকহুল মুআমালাত বিশেষজ্ঞগণ।

কোর্স ফিঃ ১৫০০টাকা (করোনা পরিস্থিতির কারণে ৯০০ টাকা ছাড়) ৫০০ টাকা + শীট বাবদ ১০০ টাকা (মোট: ৬০০ টাকা)

বিকাশ নাম্বার (পার্সোনাল) : ০১৮৩৪-৮১৪৯৭৯। কোর্সটি অনলাইনে ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত কোটায় অফলাইনে পরিচালিত হবে।

যোগাযোগ: কোর্স কো-অর্ডিনেটর : মুফতি যুবায়ের আব্দুল্লাহ মোবাইল: ০১৯৫৮-০৪৮৮৯১

আমাদের অফিস - ২১৫/খ, প্রগতি স্বরণী, মেরুল বাড্ডা, জে. এস. টাওয়ার, ৫ম তলা। (সানজি রেস্টুরেন্টের বিপরীতে)। রেজিষ্ট্রেশন লিংকঃ https://forms.gle/uKEBYYkXLHvsjeA18

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ