মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড ১৯-এর চিকিৎসায় কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে অন্তত ১০০টি ভেন্টিলেটর দেবে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, দেশের যেকোনও দুর্যোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। কোভিড-১৯ মোকাবিলা করতেও বাংলাদেশের সহায়তা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে অত্যাধুনিক অন্তত ১০০ ভেন্টিলেটর বুঝিয়ে দেবে দেশটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গ্যাস অ্যানালাইজার মেশিন হস্তান্তরের পর প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ অন্যান্য কর্মকর্তা। যু

ক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন সে দেশের ডিপার্টমেন্ট অব স্টেট-এর ডেপুটি সেক্রেটারি স্টেফেন এডওয়ার্ড বাইগান ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্যান্য কর্মকর্তা। বৈঠকে আগামীতে ভ্যাকসিন উৎপাদন শুরু হলে আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ডেপুটি সেক্রেটারি বাইগান।

দ্রুত ভ্যাকসিন পেতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দুটি গ্যাস অ্যানালাইজার মেশিন হস্তান্তর করেন ডেপুটি সেক্রেটারি বাইগান ও রাষ্ট্রদূত মিলার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ