বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


মুক্তি পেলেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে এক বছরেরও বেশি সময় ধরে আটকে রাখার পর মঙ্গলবার ৯টা ৪৫ মিনিটে মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মেহবুবার টুইটার থেকেই টুইট করে এই খবর জানিয়েছেন তার মেয়ে ইলতিজা মুফতি।

ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ৩৭০ ধারা বাতিলের পর থেকে মেহবুবা মুফতিকে বন্দি করে রাখা হয়েছিল।

জম্মু-কাশ্মীর পাবলিক সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী যে কোনো মানুষকে বিনাবিচারে দুই বছর পর্যন্ত বন্দি রাখতে পারে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হলো।

২০১৯ সালের ৫ আগস্ট মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়। ১ বছর ২ মাসের বেশি সময় আটক ছিলেন এই পিডিপি নেত্রী। সূত্র: এনডিটিভি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ