বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


দেওবন্দের সদরুল মুদাররিস নিযুক্ত হ‌ওয়ায় মাওলানা আরশাদ মাদানীকে অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা আরশাদ মাদানী দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস হযরত মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

আজ বুধবার (১৪অক্টোবর) দারুল উলূম দেওবন্দে অনুষ্ঠিত মজলিসে শুরার তিন দিনের সভা শেষে তাঁকে এ পদে নিয়োগ দেয়া হয়।

এক অভিনন্দন বার্তায় মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী হজরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীর সুস্বাস্থ্য ও হায়াতে তাইয়েবা কামনা করছি।

জানা যায়, দারুল উলূম দেওবন্দে অনুষ্ঠিত মজলিসে শুরার তিন দিনের সভা আজ বুধবার শেষ হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শাইখুল হাদীস, দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী৷ সদরুল মুদাররিসীন, মাওলানা আরশাদ মাদানী এবং নির্বাহী মুহতামিম মাওলানা মুহাম্মাদ ক্বারী উসমান মানসুরপুরী৷

প্রথম দিনের বৈঠকে বাজেট পেশ করা হয়। দ্বিতীয় দিনের বৈঠকে মাদরাসার নির্মাণ ও শিক্ষা বিষয়ক আলোচনা হয়।

তৃতীয় দিনের বৈঠকের জন্য আলোচনা বাকী ছিল মুফতি সাঈদ আহমাদ পালনপুরী রহ.-এর ইন্তেকালে শূণ্যস্থানে নতুন নিয়োগের ব্যাপারে। সে ব্যাপারে তৃতীয় দিনের শেষ বৈঠকে চূড়ান্ত ফায়সালা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ