মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের করাচিতে সন্ত্রাসী হামলায় শহিদ হওয়া জামিয়া ফারুকিয়ার মুহতামিম মাওলানা ড. মুহাম্মদ আদিল খান ও তার চালক মকসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে করাচির জামিয়া ফারুকিয়ায় মাওলানা ড. মুহাম্মদ আদিল খান ও তার চালক মকসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে আলেমদের পাশাপাশি শিক্ষার্থী ও ভক্তবৃন্দসহ বিভিন্ন স্তরের বহু মুসল্লিও অংশগ্রহন করেছেন।

জানাজায় মাওলানা আদিল খানের ভাই মাওলানা ওবায়দুল্লাহ খালিদ জানাজার নামাজ পড়ান। জানাজায় অংশগ্রহণ করেন, শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী,  দারুল উলুম করাচির মুহতামিম মাওলানা রফি উসমানী, পাকিস্তান বেফাক বোর্ডের চেয়ারম্যান মাওলানা ক্বারী মুহাম্মদ হানিফ জলন্ধরী, মাওলানা আবদুল গাফুর হায়দারী, ও মাওলানা রশিদ মাহমুদ প্রমুখ।

মাওলানা আদিল খানকে তার বাবা মাওলানা সালেমউল্লাহ খানের পাশে সমাধিস্থ করা হয়।

এর আগে পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে বর্তমান মুহতামিম মাওলানা ডক্টর আদিল খান শনিবার সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেন। সূত্র: ডেইলি পাকিস্তান, ডেইলি জং, জিও নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ