আওয়ার ইসলাম: রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা এনামুল হক মূসা বলেছেন, দেশের সার্বিক অবস্থা আজ চরম অবনতির দিকে। সর্বত্র আজ হত্যা, ধর্ষণ আর নির্যাতনের সয়লাব চলছে। অবস্থা দেখে মনে হচ্ছে, দেশ আজ ধর্ষণের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষের মাঝে নৈতিকতার অভাবে মূলত অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দলীয় বিবেচনায় অপরাধীদের মুক্তি দেয়া, এবং বিচারের সম্মুখীন না করাতে অপরাধীদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো বলেন, দেশ থেকে ধর্ষণ ও ব্যভিচারের মত অপরাধগুলো দমন করতে হলে, প্রচলিত আইন বা বিচার ব্যবস্থায় সম্ভব নয়। এজন্য ইসলামী শরীয়াহ আইন চালু করতে হবে।
রাবেতার সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালের পরিচালনায় রাজধানীর পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে এই নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাবেতার সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা সানাউল্লাহ আমিনী, মাওলানা আনোয়ার হুসাইন রাজী, বায়তুল বিভাগীয় প্রধান মাওলানা হারুনুর রশিদ ভুঁইয়া, সাংগঠনিক বিভাগীয় প্রধান মাওলানা আব্দুর রহিম সাঈদ, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আমানুল্লাহ রায়পুরী, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা কবির আহমদ আজীজ, নির্বাহী সদস্য মাওলানা আতাউর রহমান দুলাল প্রমুখ।
-এএ