রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই চিকিৎসক বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে তারা শিরক করছে: তারেক রহমান বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

সীমিত আকারে খুলেছে রাঙামাটির পর্যটনকেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে ১৩৭ দিন বন্ধ থাকার পর সীমিত আকারে খুলে দেয়া হয়েছে রাঙামাটির আকর্ষণীয় পর্যটন কমপ্লেক্স। সোমবার (৩ আগস্ট) সকালে খুলে দেয়া হয়েছে আকর্ষণীয় ও বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদের প্রধান গন্তব্য ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতু ও পর্যটন কমপ্লেক্স।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, গত চার মাসে এক কোটি টাকার মতো লোকসান হয়েছে। যেহেতু চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্নস্থানে পর্যটনকেন্দ্র খুলে দেয়া হয়েছে, তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে পর্যটনকেন্দ্র খুলে দেয়ার।

তবে মাস্ক ছাড়া কাউকে পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানান এই কর্মকর্তা।

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আমার কাছে এসেছিলেন। তাকে বলেছি আপনারা যদি স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারেন তবে খুলুন। সে মোতাবেক তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্পষ্ট বলে দিয়েছি মাস্ক ছাড়া কেউ যেন পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে না পারে এবং অবশ্যই যেন সামাজিক দূরত্ব নিশ্চিত হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটির সকল পর্যটন স্পট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ